সব সময় আলোচনা সমালোচনার শীর্ষে থাকেন ইউটিউবার হিরো আলম। কখনো চেহারা, কখনো অভিনয়, নয় তো কখনো ভাষা প্রতিনিয়ত কটাক্ষের শিকার হোন তিনি। তবে এসব গায়ে মাখেন না হিরো আলম। নিজের ছন্দেই চলতে পছন্দ করেন।
দীর্ঘদিন ধরে অনেকে অভিযোগ করে আসছেন হিরো আলম সস্তা গান আর মিউজিক ভিডিও বানান। তার গানগুলো রুচিশীল নয় বলেও অনেকে মন্তব্য করেন।
তবে এবার হিরো আলম দর্শকের সামনে এলেন নতুন স্টাইলে। ‘তুই কবে যে বুঝবি বল’ গানে যেন হিরো হয়েই মানুষের সামনে হাজির হলেন হিরো আলম।
মাত্র ১৩ ঘণ্টা আগে ইউটিউবে পোস্ট করা ওই ভিডিওটি এখন পর্যন্ত ৪০ হাজার মানুষ দেখেছে। শতশত মানুষ মন্তব্য করেছেন।
হিরো আলমের পোস্টে কমেন্ট করেছেন সেফুদাও। সেফাত উল্লা সেফুদা চাদঁপুরী লিখেছেন, ‘ভালোবাসার আরেক নাম জনদরদি সমাজসেবক হিরো আলম ভাই।’
উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আলোচনার তুঙ্গে হিরো আলম। নির্বাচনের ফল পাল্টে দিয়ে তাঁকে হারানো হয়েছে অভিযোগ করে হিরো আলম ওই ফল বয়কট করেন। এরপর একের পর এক গণমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম।