যুবনেতা ফাহাদের সঙ্গে অভিনেত্রীর গোপন বিয়ের খবর প্রকাশ্যে

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। হুট করেই নিজের বিয়ের খবর জানিয়ে সবাইকে চমক দিলেন। অনেকদিন ধরেই সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তাকেই বিয়ে করেছেন এই অভিনেত্রী। চলতি বছরের ৬ জানুয়ারি আইনি বিয়ে সারেন তারা। টুইটারে কোর্ট ম্যারেজের বেশকিছু ছবিও পোস্ট করেছেন ‘প্রেম রতন ধন পায়ো’ খ্যাত এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টুইটারে একটি মন্তাজ ভিডিও শেয়ার করে স্বরা লিখেছেন, ‘আপনার যেটা চাই, সেটা খুঁজতে খুঁজতে কখনও বহুদূর চলে যান, অথচ সেটা আপনার পাশেই ছিল। আমরা ভালোবাসা খুঁজছিলাম। কিন্তু প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি, তারপর প্রেম। আমার হৃদয়ে তোমাকে স্বাগতম ফাহাদ আহমেদ।’ এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, এর আগে লেখক হিমাংশু শর্মার সঙ্গে স্বরার ডেট করার গুঞ্জন শোনা যায়। তবে কয়েক বছর আগেই তাদের সম্পর্ক ভেঙে গেছে। স্বরা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চোপড়া, মেহের ভিজ, গিরিশ কুলকার্নি প্রমুখ। বর্তমানে স্বরার হাতে ‘মিসেস ফালানি’ সিনেমার কাজ রয়েছে।