আজকের দিন টা আর ১০ টা সাধারণ দিনের মত হলেও কোহলির ভক্তদের জন্য দিন টা বিশেষ দিনই তাতে কোন সন্দেহই নেই। কেনো না আজকে যে তার জন্মদিন। ১৯৮৮ সালে আজকের দিনে দিল্লি তে জন্ম নেয়া এই ক্রিকেটার পূর্ণ করলেন নিজের ৩২ বছর। তার সম্পর্কে যত জানবেন, ততই অবাক লাগবে! মাঝে মধ্যে মনেই হয় তিনি জন্মেছেন ক্রিকেট খেলার জন্য, রান করার জন্য!
তিনি ব্যাটিং করতে নামবেন আর রান হবে না, এটা খুবই রেয়ার।
চলুন জেনে নেই তার সম্পর্কে ক্রিকেট মাঠের সম্পর্কে কিছু তথ্য:-
© বিরাট কোহলি হলেন ইতিহাসের একমাত্র ক্রিকেটার যার ৩ ফরম্যাটে এভারেজ ৫০+, এই বিরল রেকর্ড আর কারও নামের পাশেই নেই।
©ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০,০০০ রান তার। ২০৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
©প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি ২ টি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ৩ টি করে সেঞ্চুরি করেন। প্রতিপক্ষ হলো শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।
©যেখানে অন্যান্য ক্রিকেটারদের স্বপ্ন থাকে ক্যারিয়ারে ২৬ টা সেঞ্চুরি করার সেখানে তার শুধু ওডিয়াইতেই ২৬ টা সেঞ্চুরি তাও টার্গেট তাড়া করতে গিয়ে।
©ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি (৬ বার)
©এক দশকে সর্বোচ্চ রান বলুন তো কার? শচীন নাকি রিকি পন্টিং? নাহ, বিরাট কোহলির।
শুধু সর্বোচ্চ রান তাই নয়,একমাত্র ক্রিকেটার হিসেবে এক দশকে ২০,০০০ রানের কৃতিত্বও তার! তিনি ২০১০ দশকে ২০০১৮ রান করেছে ৩ ফরম্যাট মিলে।
© একমাত্র ক্রিকেটার যিনি আইসিসি টিটুয়েন্টি টুর্নামেন্টে ২ বার ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরষ্কার পেয়েছেন।
© একমাত্র টেস্ট ক্যাপ্টেন যিনি তার প্রথম ৩ ইনিংসেই সেঞ্চুরি করেছেন (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৪ সালে)
© একমাত্র ক্রিকেটার যিনি একই বছরে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার, ওডিয়াই ক্রিকেটার অব দ্য ইয়ার, ক্রিকেটার অব দ্য ইয়ার, স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন (২০১৮ সাল)
২০০৮ সালে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার।
তার অভিষেকের পর ক্রিকেটের কিছু তথ্য:-
সবচেয়ে বেশি রান :- বিরাট কোহলি (২১০০০+)
সবচেয়ে বেশি শতক :- বিরাট কোহলি (৭০)
সবচেয়ে বেশি অর্ধ শতক:- বিরাট কোহলি (১০৪)
সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ :- বিরাট কোহলি (৫৭)
সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ – বিরাট কোহলি (৯)
সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি – বিরাট কোহলি (৬ বার)
রেকর্ডের বরপুত্র যেন এমনি এমনি বলা হয়নি, অভিষেকের পর সম্ভাব্য সব রেকর্ডই তার। রানের হিসাবে তার এবং ২য় স্থানে থাকা ক্রিকেটারের মধ্যে পার্থক্য প্রায় ৫ হাজার রানের!
রান মেশিন বললে কি খুব অন্যায় হবে?
শুভ জন্মদিন রান মেশিন, আজকে তিনি ৩২ বছর পূর্ণ করলেন।